বাউফলে ছাত্র ঐক্য জোটের উপর পুলিশের হামলা

বাউফলে ছাত্র ঐক্য জোটের উপর পুলিশের হামলা:



দীর্ঘদিন করোনা মহামারীতে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে, এসএসসি ব্যাচ ২২ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। যার দরুন সিলেবাস কমানোর দাবিতে শান্তিপূর্ণ অসহিংস আন্দোলনের  ডাক দিয়েছে অরাজনৈতিক ছাত্র সংগঠন "বাংলাদেশ ছাত্র" ঐক্য জোটের সভাপতি এ.এস.এম.শিশির ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব। চলমান শান্তিপূর্ণ অসহিংস আন্দোলনের ধারা অব্যাহত রাখতে আজ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সমবেশিত শিক্ষার্থীরা একত্রিত হয়ে রাস্তায় তাদের ক্ষতিপূরন বিষয়ক আলোচনা  দাবি দেওয়া করেন। এসময় পুলিশ কোন ঘোষণা ছাড়াই শান্তিপূর্ণ সমাবেশে বাধা ও লাঠিচার্জ করে। এতে আবু তাহের; অভী ইসলাম সহ অনেক শিক্ষার্থী গুরুতর আহত ও তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।লাঠিচার্জ চলাকালীন উপস্থিত শিক্ষার্থীরা ও "সামাজিক সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য জোট" এর সাধারণ সম্পাদক সুদিপ পাল ও সদস্যবৃন্দরা ছত্রভঙ্গ হয়ে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। এ বিষয় নিয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য জোটের সভাপতি কে প্রশ্ন করা হলে তিনি বলেন,"ছাত্রদের যৌক্তিক দাবীতে প্রশাসনের এমন হামলা কখনোই কাম্য নয়, এটা মানুষের বাক স্বাধানীতার লঙ্ঘন; এ ঘটনার দৃষ্টানমূলক শাস্তি চাই।" এক্ষেত্রে ছাত্র ঐক্য জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহাদ ইবনে আমিন বলেছেন, "খুব শীঘ্রই বিক্ষোভ আন্দোলন করা হবে।"