ভিপি নুরুল হক নুরকে 'গনবন্ধু' উপাধিতে ভুষন



সাবেক ডাকসু ভিপি নুরুল হক 

নুরকে 'গনবন্ধু' উপাধিতে ভুষনঃ 


গত ০৮-০১-২০২১ তারিখে ডাকসুর সম্মানিত সাবেক ভিপি মোহাম্মদ নুরুল হক নুরকে গন অধিকার বান্ধব আদর্শ এক নতুন বাংলাদেশ বিনির্মান করার লক্ষ্যে জনমত তৈরি এবং কার্যকরী বিশেষ অবদানের জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাংগাইল শাখার পক্ষ থেকে 'গনবন্ধু' উপাধিতে ভুষিত করা হয়েছে।


দেশের রাজনীতিতে নুরুল হকের জনপ্রিয়তা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। উপাধিটি তারই একটি নজির। বাংলাদেশ গন অধিকার পরিষদে টাংগাইল জেলা শাখার নেতা ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন প্রোগ্রামটিতে। এখানে উপাধিটি দেওয়া হয় জননেতা নুরুল হককে। 


গতকাল টাংগাইল জেলা যুব অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় টাংগাইল জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যরা অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠান আজাহার। এছাড়াও ছাত্র ও যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
ভিপি নুরুল হক নুরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ টাংগাইল জেলা শাখার পক্ষ থেকে "গণবন্ধু" উপাধিতে ভূষিত করা হয়। নুরুল হক নুরের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহন করেন ছাত্র অধিকার পরিষদের নেতা পাঠান আজাহার।



 নুরুল হক নুর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ থেকে  অনেক আগেই পদত্যাগ করেছেন। তিনি সতন্ত্র থেকে নির্বাচন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) ভিপি নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনের সময় ছাত্রলীগ এর কিছু নেতাকর্মীরা ব্যালট বক্স ছিনতাই এর চেস্টা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। এবং নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর বর্বরোচিত হামলা করে। এতে নুরুল হক নুর আহত হন। এবং তাকে হাসপাতালে যেতে হয়। হাসপাতালে থাকা অবস্থায়ই তিনি তার নির্বাচনের জয়ের খবর পান। তিনি যখন ডাকসুর ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হন তখন তিনি হাসপাতালেই ছিলেন। কিন্তু তিনি বলেন যে তিনি আবার নির্বাচন চান। এটা কোন সুষ্ঠু নির্বাচন হয় নি। বিজয়ের পরেও আবার নির্বাচন চাওয়ার পর দেশব্যাপি আলোচনায় আসেন নুরুল হক নুর। 



কোটা সংস্কার আন্দোলন এ তিনি ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ন আহবায়ক ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সমন্নয়ক।  এই তিনটি অংগ সংগঠন এর পাশাপাশি প্রবাসী নাগরিকদের অধিকার আদায়ের জন্য বিশেষ করে শ্রমজীবী প্রবাসীদের অধিকার আদায়ের জন্য প্রবাসী অধিকার পরিষদ নামক একটি অংগ সংগঠন ও গড়েছেন নুরুল হক নুর।  এছাড়া সামনে নারী এবং পেশাজীবি অধিকার পরিষদ গঠন করা হবে বলে জানিতেছে তার সংগঠন এর নেতারা। নুরুল হক নুরদের নতুন রাজনৈতিক দলের নাম বাংলাদেশ গন অধিকার পরিষদ হবে বলে জানিয়েছেন তারা। শীঘ্রই তাদের এই দল এর কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নুরুল হক নুর। ২০২৩ সালের জাতীয় নির্বাচনে সম্পুর্ন সতন্ত্র ভাবে ৩০০ আসনে বাংলাদেশ এর এই নতুন রাজনৈতিক দল গন অধিকার পরিষদ নুরুল হক নুরের নেতৃত্বে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছে।