ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
বিক্রি করে দিলেন এক
ব্যাক্তি!!
ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক বিক্রি করে দিলেন আবুল হোসেন নামক এক ব্যাক্তি ! আশ্চর্যজনক হলেও এমন ঘটনাই ঘটেছে।
মহাসড়কের সেই অংশটি বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঝণ নিয়েছিলেন তিনি। এখন ঝণ এর টাকা না পেয়ে খোদ মহাসড়কের সেই অংশকেই নিলামে তুলেছে বেসরকারি সেই ব্যাংক। এই বিষয়ে আবুল হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে,
" জরিপের কর্মকর্তারা ও ভুমি রেকর্ড এর কর্মকর্তারা রেকর্ড লেখেছেন। "
২০০৬ সালে ৫৮২৫ নাম্বার খতিয়ানে মহাসড়কের ২৪ শতাংশ জমি আবুল হোসেনের নামে দেয় জরিপ অধিদপ্তর ও ভূমি রেকর্ড এর কর্মকর্তারা। যিনি দিয়েছিলেন সেই সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা হাজী ইউনুস আলী এখন অবসরে রয়েছেন। ইনভেস্টিগেশন ৩৬০° এর অনুসন্ধানের পর তাৎক্ষনিক ইনভেস্টিগেশনে নামে জরিপ অধিদপ্তর।
তারা জানান, " তারা এটার ইনকুয়্যারি করতিছেন। যিনি এই রেকর্ড দিয়েছেন তিনি যদি দোষ করে থাকেন তাহলে দুদকে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক।
একই মহাসড়কের একই জায়গা বন্ধক রেখে গোলাম ফারুক নামক এক ব্যাক্তি একটি বেসরকারি ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঝণ নেন। তাকে জিজ্ঞেস করলে তিনি জানান,
" তিনি জমির কাগজ পত্রের ব্যাপার বোঝেন না। তার উকিল তাকে জানিয়েছিল যে জায়গার কাগজ-পত্র একদম স্বচ্ছ। "
ঝণ পরিশোধ না হওয়ায় মহাসড়কের সেই অংশ নিলামে তুলেছে ব্যাংক। যদিও এই বিষয়ে ব্যাংকের কর্মকর্তারা মুখ খোলেন নি।