ভুক্তভুগী মিরাজ |
নিরপরাধ যুবককে পুর্ব শত্রুতার
জের ধরে পুলিশের এস আই
নির্যাতন ও দের বছর কারাবন্দী
রেখেছেঃ
নাবিব ক্লাসিক পরিবহনের ম্যানেজার মিরাজ নামক এক ব্যাক্তিকে পুলিশের এস আই পুর্ব শত্রুতার জের ধরে ফোন দিয়ে ডেকে থানায় এনে নির্মম ভাবে পেটায়। তারপর ২০০ গ্রাম হেরোইন ও ২১ পিস ইয়াবার মামলা দিয়ে তাকে জেলে তোলা হয়।
ঘটনাটি ঘটে ২০১৮ সালের ৬ই জুন। তাকে ধরে আনে দারুস সালাম থানার তৎকালীন এস আই রায়হানুজ্জামান। থানায় এনে এলোপাথারি পেটানো হয় তাকে। এরপর তাকে হুমকি দিয়ে তার ফোনও কেড়ে নেয় এস আই রায়হানুজ্জামান। এর পরদিন মাদকের ভুয়া মামলা দিয়ে তাকে জেলে বন্দি করা হয়। নিরপরাধ হয়েও প্রায় দের বছর জেল খেটে উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পান মিরাজ। মিরাজের গায়ে পুলিশের নির্যাতনের চিহ্ন এখনো আছে। মিরাজের আইনজীবি জানিয়েছেন যে মিরাজকে গ্রেফতার করার আগেই তার সংগে ফোনে কথা হয় এস আই রায়হানুজ্জামানের। উচ্চ আদালতে তার কল রেকর্ড দাখিল করে প্রমান করা হয় পুর্ব শত্রুতার বিষয়টি। সাব ইন্সপেক্টর এর এমন কর্মকান্ডে উচ্চ আদালত হতবাক। বিস্মিত আইনজীবীরাও। এস আই রায়হানুজ্জামান এর বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপি কমিশনারকে।
নিজের ভুল স্বীকার করে আদালতের কাছে মাফও চেয়েছেন এস আই রায়হানুজ্জামান। রায়হানুজ্জামান বর্তমানে উত্তরা পশ্চিম থানায় দায়িত্বরত আছেন। উচ্চ আদালত থেকে রায়হানকে আর স্বীকার্যের নথি ডিএমপি কমিশনার এর কাছে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। যা তার প্রাথমিক শাস্তি বলে জানান হাই কোর্ট।