নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা করল নরওয়ে পুলিশ!!

 



নরওয়ের প্রধানমন্ত্রীকে

জরিমানা করল নরওয়ে

পুলিশ!!




নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে করোনার বিধিনিষেধ অমান্য করে নিজের জন্মদিন পালন করার অপরাধে জরিমানা করেছে নরওয়ে পুলিশ।
পারিবারিক ভাবে নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ তার ৬০ তম জন্মদিন উদযাপন করেছিলেন। 


দেশটির পুলিশ প্রধান ওলে সায়েভেরুদ শুক্রবারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। আর্না সোলবার্গ নরওয়ের ২ টার্মের প্রধানমন্ত্রী। 


ফেব্রুয়ারি মাসে এক পাহাড়ি রিসোর্টে পারিবারিক ভাবে জন্মদিনের অনুষ্ঠানটি করেছিলেন প্রধানমন্ত্রী। 


নরওয়েতে করোনা সংক্রম রোধে ১০ জনের বেশি এক জায়গায় জমায়েত হওয়া নিষেধ। কিন্তু প্রধানমন্ত্রীর পারিবারিক ভাবে পালিত জন্মদিনের অনুষ্ঠানে ১৩ জন উপস্থিত ছিলেন। এই ঘটনায় প্রধানমন্ত্রীকে ২০,০০০ নরওয়েজিয়ান ক্রোন বা ১,৭১৩ ইউরো জরিমানা করে পুলিশ। 



এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ।  দেশটির পুলিশ প্রধান জানান যে, এইসব বিষয়ে সাধারণত জরিমানা করা হয় না। কিন্তু নরওয়েতে করোনা নিয়ন্ত্রণ এর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নিজেই। তাই তাকে জরিমানা করা হয়েছে।