বগুড়ার পোড়াদহ মেলায় ৭৬ কেজির বাঘাইড়

 

৭৫ কেজি ওজনের বাঘাইড় মাছ। স্থানঃ বগুড়া পোড়াদহ মেলা


বগুড়ার পোড়াদহ মেলায় ৭৫

কেজির বাঘাইড় মাছঃ 



প্রতি বছরের মতো এবারও বগুড়া জেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হয়েছে। এটি দেশের সবচেয়ে বড় মেলা।  প্রতি মাঘ মাসের শেষের বুধবারে অনুষ্ঠিত হয় এই মেলা। 

গত ১০ ফেব্রুয়ারি, বুধবার মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও উঠেছে বড় বড় নানান জাতের মাছ। বিশেষ করে নদীর বড় বড় বাঘাইড়, রুই, কাতলা, বোয়াল, পাংগাস ইত্যাদি। সিরাজগঞ্জ থেকে আসা সাকাত হোসেন তার ৭৬ কেজি ওজনের বাঘাইট মাছটির দাম চান এক লাখ পাচ হাজার টাকা। এছাড়াও ১৫ কেজি ওজনের বোয়াল ২৫,৫০০ টাকায় বিক্রি হয়। 

এছাড়াও বড় বড় ব্রিগেড, কাতলা, রুই বিক্রি হয় মেলায়। বড় বড় মাছই দেশের সর্ববৃহৎ এই মেলার মূল আকর্ষন হলেও প্রায় প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায় এই মেলায়। 





শুধু বড় মাছই নয়। অনেক বড় বড় মিস্টিও পাওয়া যায় এই মেলায়। একেকটি মিস্টির ওজন এক-দের কেজি থেকে শুরু করে ১৫-১৬ কেজি পর্যন্ত মিস্টি পাওয়া যায় এই মেলায়।






স্থানীয় এবং মাছ ব্যাবসায়ীরা বলেন এক-দের মাস আগে থেকেই ধরা বড় মাছ গুলো বিভিন্ন জলাশয় ও নদীতেও বেধে পাহারায় রেখে দেওয়া হয় শুধুমাত্র মেলায় বিক্রি করার জন্য। 

অনেক শৌখিন মানুষ বেশ কিছুদিনের জমানো টাকা দিয়েও মাছ কেনেন বলে জানান তারা।