বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী

 



বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীঃ


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন হলো আজ সারা দেশে। ২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারিতে কোটা সংস্কার আন্দোলন এর মাধ্যমে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে
উথ্যান ঘটে এই সংঘটনটির। পরিবর্তিতে একটু রাজনৈতিক দলে পরিনত হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 



সম্প্রতি গন অধিকার পরিষদ নামক নতুন রাজনৈতিক দল যেটি কিনা ২০২৩ সালের জাতীয় নির্বাচনে অংশ নিবে সেই দলের প্রতিষ্ঠা করতে গিয়ে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর জনপ্রিয় ছাত্র নেতা রাশেদ খানকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক নির্বাচন করেন। নতুন দল হিসাবে অনেক জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ। 





সারাদেশে সফলতার ৪র্থ বর্ষ পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এর মধ্যে বগুড়ায় ছাত্রলীগের বাধার সম্মুখীন হলেও কার্যক্রম চালিয়ে যায় ছাত্র অধিকার পরিষদের কর্মী গন। সারা দেশে কেক কেটে, র‍্যালি করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটি।


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি বাংলাদেশ যুব অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ নামক ২ টি অংগ সংগঠন ও আছে। এর পাশাপাশি বাংলাদেশ নারী অধিকার পরিষদ ও বাংলাদেশ পেশাজীবি অধিকার পরিষদ নামক আরো দুটি অংগ সংগঠন গঠন প্রকৃয়ার মধ্য দিয়ে যাচ্ছে। 


নুরুল হক নুর বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের সমন্নয়ক পদে দায়িত্বশীল আছেন। তিনি খুন শীঘ্রই বাংলাদেশ গন অধিকার পরিষদ নামক মূল রাজনৈতিক দলের কমিটি প্রকাশ করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। তিনি ঢাকার উপ নির্বাচনেও অংশ নিবেন বলে জানিয়েছেন। তিনি ২৩ সালের আগেই বর্তমানে ২ জন মৃত এমপির ফাকা আসনে ঢাকার উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি অন্য সিটটিতে দলের প্রার্থী দিবে বলে জানিয়েছেন। তবে যেহেতু এখনও তাদের মূল রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেনি তাই সতন্ত্র থেকে ঢাকা উপ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভবনা আছে বলে তিনি জানিয়েছেন।তবে সতন্ত্র থেকে এখন সংসদ সদস্য নির্বাচনে অংশ নিলে নির্বাচন এরিয়ার ১% মানুষের সাক্ষর প্রয়োজন হবে। এ নিয়েও তার দল কাজ করছে বলে জানান এই সাবেক ডাকসু ভিপি। সতন্ত্র থেকে তিনি আরো জানান যে, সংসদ সদস্য পদে নির্বাচনে তিনি আশাবাদী যে তিনি জয়ী হবেন। এবং সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে যে প্রার্থী দিয়ে গন অধিকার পরিষদ নির্বাচন করবে সেখানেও জয়ী হবেন বলে আশাবাদী নুরুল হক নুর।