আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

আজ ১০ জানুয়ারি, ২০২১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস


স্বাধীন বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে আজকের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন দেশে।

ইতিহাসের পাতায় যুক্ত হয় আরো একটি স্মরণীয় দিন - 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস'। লাখো মানুষ সেই দিন মহান নেতার মুক্তির উল্লাসে যুক্ত হতে জড়ো হয় রেসকোর্স ময়দানে।ঢাকা বিমান বন্দরে পা রাখার পরই চারিদিক মুখরিত হয় জয়বাংলা স্লোগানে।দেশে ফেরা মহান নায়ক প্রায় ১০ লাখ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন এই ময়দানে। এই যুগান্তকারী ঘটনাকে আখ্যায়িত করেন ' অন্ধকার হতে আলোর পথে যাত্রা ' হিসেবে। 

 ১৯৭১ এর ৭ই মার্চ রেসকোর্স ময়দানে মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  স্বাধীন বাংলার স্বপ্ন দেখান এদেশের কোটি কোটি মানুষকে। সর্ব স্তরের মানুষ ঝাপিয়ে পড়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে।



চারিদিকে মানুষ যখন মরিয়া স্বাধীন বাংলার জন্য তখন ২৫ শে মার্চ রাতে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের নির্দেশে আটক করা হয় বঙ্গবন্ধুকে। 

নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর উড়ে বিজয়ের পতাকা। কিন্তু এই সংগ্রামের মহানায়ক তখনো পাকিস্তানের কারাগারে বন্দী। ১৯৭২ সালের ৭ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  এরপর দিল্লী হয়ে ১০ জানুয়ারি ফিরে আসেন বাংলার মাটিতে। বাঙ্গালি জাতি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে পায় পরিপূর্ণ মুক্তির স্বাদ।