![]() |
ফটোগ্রাফারঃ তাসিন আহমেদ রাইম |
সারাদেশেই হঠাৎ তীব্র শীত পরেছে। এমনকি উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় আজ ৮°-১১° সেন্টিগ্রেড এ তাপমাত্রা নেমে এসেছিল। শীতে কষ্ট পাচ্ছে গরিব, অসহায়, শীতার্ত মানুষ। দেশে অবকাঠামো উন্নয়নের কাজ চলমান থাকলেও সরকার এখনো সকল মানুষের বাসস্থান ও বস্ত্র দুইটি গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা পুরন করতে পারে নি। বরং পুজিবাদ আরো বেড়েই চলছে। অন্য দিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন দেশে আর খালি পায়ে এবং ছেড়া কাপড় পরা মানুষ খুজে পাওয়া যায় না। যা বাস্তব চিত্রের সংগে সংগতিপূর্ণ নয়।
![]() |
ফটোগ্রাফারঃ তাসিন আহমেদ রাইম |
শীতার্ত মানুষের সহযোগীতায় অনেকেই এগিয়ে এসেছে। কিন্তু এতে সকল শীতার্ত মানুষকে সহযোগীতা করা সম্ভব হচ্ছে না।