২৬ জানুয়ারিতে দেশে আসবে করোনা টিকা




২৬ জানুয়ারিতে দেশে আসবে করোনা টিকাঃ




সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে যে জানুয়ারি মাসেই দেশে করোনা টিকা আসবে। গত ৯ জানুয়ারিতে স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেকও এমন তথ্য জানিয়েছিলেন। 


এবার টিকা আসার নির্দিষ্ট দিনের কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শামসুল হক। একটি প্রেস ব্রিফিং এ তিনি জানান যে, আগামী ২৬ জানুয়ারির ভিতরেই দেশে করোনা টিকা আসবে। 


১০ জানুয়ারি রবিবার ডাক্তার শামসুল হক বলেব যে, " ২০-২৫ জানুয়ারির মধ্যে দেশে করোনা টিকা আসবে। সেটা হয়তো ২৬ জানুয়ারি ঠিক হতে পারে মন্ত্রণালয় থেকে। 


দেশে প্রথম দফায় ৬০ লাখ টিয়া আসবে। এর মধ্যে ৫০ লাখ আসবে সরকারি ভাবে আর ১০ লাখ আসবে বেসরকারি ভাবে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত "কোভিশিল্ড" নামক করোনা টিকা (ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত) আসবে দেশে। টিকা গুলো দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে দেশে আসবে। ১০ লাখ টিকা বেক্সিমকোর নিজস্ব ব্যাবস্থাপনায় তাদের প্রাইভেট মার্কেটিং এর জন্য আনা হবে। 



টিকা আসার বিষয়টি নিয়ে সোমবার ১১ তারিখে স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক সংবাদ সম্মেলন করেছেন।